Khoborerchokh logo

গাইবান্ধায় সুশীল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত 164 0

Khoborerchokh logo

গাইবান্ধায় সুশীল প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত


তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 
গাইবান্ধায় রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজের অন্তর্ভুক্ত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে ছিন্নমূল মহিলা সমিতি হলরুমে ইউরোপীয় ইউনিউনের অর্থায়নে ও একশন এইড এর বাস্তবায়নে, এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত সুশীল- সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি  অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল,ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে এই কর্মশালা  অনুষ্ঠিত হয়।


ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্সীদুর রহমান খানের সভাপতিত্বে  প্রকল্পের বিভিন্ন বিষয় আলোচনা করেন প্রোগ্রাম ম্যানেজার নুসরাত আইরিন । এসময় কর্মশালায় স্থানীয় তৃণমূল সিএসওদের মধ্যে উপস্থিত ছিলেন,উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী,ডাব্লিউ ডি পি এর প্রধান নির্বাহী ফরিদ আহম্মেদ সরকার,জিকে এস এর নির্বাহী পরিচালক দেলওয়ার হোসেন,পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন,নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি এ,কে,এম সালাহউদ্দিন কাশেম,বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলম মিয়া, বাংলাদেশ রবিদাস ফোরাম গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক খিলন রবিদাস, অ্যাডভোকেট রোকেয়া ফেরদৌস লাবণ্য, সাংবাদিক মোকছেদ আলী,তানিন লাকি,সুশীল প্রকল্পের মিল ফোকাল অঞ্জন রায়, জেলা সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com