ছাত্রলীগ নিষিদ্ধ করায় গোপালগঞ্জে বিক্ষোভ গ্রেপ্তার-৪ 25 0
ছাত্রলীগ নিষিদ্ধ করায় গোপালগঞ্জে বিক্ষোভ গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদক:
হত্যা,গুম,টেন্ডারবাজীসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)২০২৪ইং সন্ধ্যায় জেলা শহরের মিয়াপাড়ায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের চারজনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান । তিনি বলেন, শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিল। এ সময় সদর থানার টহল পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।