সুন্দরগঞ্জে ঢেঁকি প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 267 0
সুন্দরগঞ্জে ঢেঁকি প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
তানিন আফরিন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী আর মাত্র দুই দিন শেষ মূহুর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উপজেলার মাঝবাড়ী একতা বাজার পঞ্চানন্দ দাখিল মাদ্রাসা মাঠে ২৯ গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রায়ত সাবেক সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের ভাগ্নি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীর কন্যা ইঞ্জিনিয়ার নাহিদ নিগার সাগর তার ঢেঁকি প্রতিকের নির্বাচনী পথ সভায় স্মার্ট সুন্দরগঞ্জ উপজেলা গড়ার প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত ভোটারদের কাছে ঢেঁকি প্রতিকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।