Khoborerchokh logo

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু 14 0

Khoborerchokh logo

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা-সাদুল্যাপুর উপজেলার সাহার বাজার এলাকায় রোববার রাত ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে র‌্যাবের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যামেপ কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়া জেলায়। পুলিশ সুত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রোবার রাতে ক্যামেপ ফিরছিলেন। এসময় তার আরেক সদস্যের সাথে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছায়। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়।

এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার সাথে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com