Khoborerchokh logo

শ্রমিকদের মান উন্নয়নে জলবায়ু ও পরিবেশ সহায়ক সেমিনার 200 0

Khoborerchokh logo

শ্রমিকদের মান উন্নয়নে জলবায়ু ও পরিবেশ সহায়ক সেমিনার

খবরের সময় ডেস্ক:

রবিবার ১০ মার্চ২০২৪ইং সকাল ১১.০০টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিনার হলে

অনুষ্ঠিত তৈরি পোশাক শিল্পে সবুজ সামাজিক সংলাপ উন্নয়নের ট্রেড ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম গবেষণা ফলাফল উপস্থাপন ও জাতীয় সংলাপ পোশাক শ্রমিকদের জীবনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয় সমূহ প্রভাব নিরূপণ এবং ট্রেড ইউনিয়নের করনীয়  নির্ধারণ। 

আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিল্স'র সহযোগিতায় জিআইজেড।


 প্রধান অতিথি আজমত উল্লা খান বলেন,দেশে শ্রমিক বন্ধব পরিবেশ তৈরী করতে আরও কিছু সময় লাগবে। অত্যন্ত আনন্দের খবর হলো,শ্রমিকদের জন্য আবাসন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ চলমান। পাশাপাশি বর্জব্যবস্থাপনা ডাম্পিং জোনের জন্য সাত তেত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন দেখতে পাবেন। বিল্স এর পরিচালক ও গবেষক মনির হোসেন খান বলেন, ৪০২ জন শ্রমিকসহ একাধিক কারখানা মালিক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বাস্তবতার আলোকে আমরা সমীক্ষা চালিয়েছি। উপযুক্ত পরিবেশ না থাকায় ৫০ শতাংশো উৎপাদন ব্যাহত হচ্ছে । পাশাপাশি স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত ৩৮ শতাংশো শ্রমিক। 

শতভাগ উৎপাদন স্থায়ী করতে হলে,উল্লেখ্য সমস্যাগুলো সমাধানের বিকল্প নেই। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও বিল্স এর নির্বাহী সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমত উল্লাখান,চেয়ারম্যান গাজীপুর উন্নয়ন কৃতপক্ষ, নাজমা ইয়াসিন,পরিচালক বিল্স,মনিরুজ্জামান প্রধান গবেষক ও উপপরিচালক বিল্স। জালাল খান, শ্রম পরিদর্শক,মকবুল হোসেন খান,পরিদর্শক পরিবেশ  অধিদপ্তর প্রমূখ। 


বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এম এ সালাম শান্ত,সাধারণ সম্পাদক গাজীপুর সাংবাদিক।  ইউনিয়ন,মনিরুজ্জামান মনির,সম্পাদক,সাপ্তাহিক ভাওয়াল। 


এছাড়াও উপস্থিত ছিলেন, পোশাক শিল্প ট্রেড ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com