মোস্তফা মিয়া- পীরগন্জ রংপুর থেকে;
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়ারী, ওয়ারেন্টের আসামীসহ মোট ১৩ জন আসামী কে গ্রেফতার করেছেন পীরগঞ্জ থানা পুলিশ । বিশেষ অভিযানের ভিত্তিতে পীরগঞ্জের বি়ভিন্ন স্থানে গত মঙ্গলবার (১৮ জুন) গভীর রাতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ অভিযান পরিচালনায় ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রামনাথপুর ইউনিয়ানের আব্দুল্যাপুর কালসারডারা বাজারে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় আসামী শফিকুল ইসলাম, পিতা-মৃত মকবুল হোসেন, গ্রাম সোনাকান্দর, রাহেনুল ইসলাম, পিতা ইয়াকুব আলী, গ্রাম সয়েকপুর কাজীপাড়া, সহ শ্রী নীলকান্ত দাস, পিতা-মৃত হরিবন্ধু দাস, গ্রাম মহেষপুর কৃষ্ণপুর, থানা-সাদুল্যাপুর, গাইবান্ধা । অই সময় পালিয়ে যান রাজু মিয়া, পিতা-মৃত আশরতজ্জামান, গ্রাম সয়েকপুর (বিন্নাগাড়ী), হায়দার আলী, পিতা- শুকটু মিয়া, গ্রাম আব্দুল্যাপুর (বাজারপাড়া), জাহাঙ্গীর হোসেন, পিতা- শাহ আলম, গ্রাম চকফুলা তারা কৌশলে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এসআই ব্রজ-গোপাল কর্মকার সঙ্গীয় ফোর্সসহ রাত প্রায় ১১ ঘটিকার সময় মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জের একবারপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় আসামী সিরাজুল ইসলাম, পিতা-নওশা মিয়া, আব্দুল ছাত্তার মিয়া, পিতা-মৃত মিয়া উল্যাহ, শহিদুল ইসলাম, পিতা রফিজ উদ্দিন, আমছার মিয়া, পিতা-মৃত এছলাম মিয়া, রবিউল ইসলাম, পিতা রফিজ সরকার, সাহেদুল ইসলাম, পিতা মৃত মোহাম্মদ আলী, নুরুল সরকার, পিত ছবেদ আলী সরকার, রাঞ্জু মিয়া, পিতা মৃত শেখ মজিবর রহমান, গ্রাম একবারপুর উত্তরপাড়া । পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রংপুর আদালতে প্রেরন করেন।
এবিষয়ে মুঠোফোন কথা হলে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর সঙ্গে মুঠোফোন কথা হলে তিনি বলেন, মাদক, জুয়া, দুর্নীতি ও মোবাইলে কেসিনো খেলোয়ারদের আইনের আওতায় আনা হবে, এই থানাটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদ এর স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্যারের এই পীরগঞ্জের অভিভাবক, তাই আমি যতদিন এই থানায় থাকবো ততদিন মাদক, জুয়ারী, ঘুষ, দুর্নীতি, বাল্য-বিবাহ, নারী নির্যাতন সহ বিভিন্ন প্রাকার অভিযোগ বন্ধ করার অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সবার জন্যই সমান, সে যতবড় শক্তিশালী হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ।