Khoborerchokh logo

বৃহস্পতিবার রাতে সিহারী খেতে হবে,শুক্রবার প্রথম রোজা 96 0

Khoborerchokh logo

বৃহস্পতিবার রাতে সিহারী খেতে হবে,শুক্রবার প্রথম রোজা

বুধবার ২২ মার্চ ২০২৩ ইং বাদ মাগরিব আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র  জানায়। বুধবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোজা শুরুর তারিখ নির্ধারণে আয়োজিত বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইফা জানায়, যেহেতু বুধবার চাঁদ দেখা যায়নি, সেহেতু বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি,শেষ রাতে সেহেরি খাওয়া হবে। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com