গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোমেন মিঞার সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব হায়দার সাদিম। হামীম গ্রুপ ও পুবাইল বাজারের সকল ব্যাবসায়ীদের সৌজন্যে আয়োজিত উদ্ভোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুবাইল মীরের বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন মোল্লা, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আলহাজ্ব শেখ জাকারিয়া হোসেন। প্রধান পৃষ্ঠপোষক ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ বজলুর রহমান বাছির ও পুবাইল মেট্রো থানা যুব মহিলা লীগের সভাপতি লুভা ইসলাম,উদ্ভোধক পুবাইল বেপারীপাড়া জামে মসজিদের মুতওয়াল্লি মোঃ আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন,মোঃ হাফিজুল ইসলাম বুলবুল,মোঃ নাহিদ নিয়াজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে একটি ৩২’’ ইঞ্চি ও একটি ২৪’’ ইঞ্চি কালার টিভি তুলে দেওয়া হয়।