Khoborerchokh logo

গাজীপরে অটোচালক হত্যার দুই আসামী গ্রেপ্তার 228 0

Khoborerchokh logo

গাজীপরে অটোচালক হত্যার দুই আসামী গ্রেপ্তার

খবরের সময় ডেস্ক:

 গাজীপুর মহানগরের আমবাগ এলাকার খোলাপাড়া নছের মার্কেট সংলগ্ন মেসার্স আনিসা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর বিকাল অটোরিক্সা চালক মাসুদ রানা (৩৫) এর অটোরিক্সার সাথে আশিক বাবু (২৩) এর মোটরসাইকেলের ধাক্কা লাগে।

ধাক্কা লাগার পরবর্তীতে অটোরিক্সা চালক মাসুদ রানা ও মোটর সাইকেল চালক আশিক বাবু বাকবিতন্ডায় জড়িয়ে পরে ও একপর্যায়ে তারা হাতাহাতি করে।

মোটরসাইকেল চালক আশিক বাবুর সাথে আরও অজ্ঞাতনামা ৬/৭ জন পরস্পরের যোগসাজসে মাসুদ রানা (৩৫) কে এলোপাথারী মারপিট করিয়া রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাহাকে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরন করে। মৃত মাসুদ রানা (৩৫) এর স্ত্রী জনৈকা মোছাঃ সেলিনা বেগম উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোনাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানার মামলা নং-১০, তারিখ-১৪/০৪/২০২৪ ইং। 


মামলা রুজু হওয়ার পর জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ মহোদয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন), (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর এবং কে এম আশরাফ উদ্দিন,অফিসার ইনচার্জ, কোনাবাড়ী থানা, জিএমপি গাজীপুর এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ এর সহায়তায় ইং ১৪/০৪/২৪ তারিখ বিকাল ৫.৩৫ ঘটিকার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া লালঘাট ব্রীজের পাশ হতে উক্ত ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামী ১। মোঃ আশিক বাবু (২৩), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-জোৎসনা বেগম, সাং-আমবাগ (ঢালাই ফ্যাক্টরী), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করিয়া তাহার দেখানো মতে বাসা হইতে আসামীর ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com