আনিসুল ইসলাম,গাজীপুর:
গাজীপুরের গাছা থানাধীন পলাশোনা এলাকায় অবৈধভাবে খাল ও নিরীহ কৃষকের জমি দখল করে চারপাশে সুউচ্চ বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে স্মার্ট এগ্রো সাবেক নীড় নামে ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে।
৩৬ নং ওয়ার্ড পলাশোনা এলাকায় গিয়ে দেখা যায় সুকৌশলে প্রভাব খাটিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন নীড় কোম্পানি। নীড় কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ হলে তারা রাতারাতি স্মার্ট এগ্রো নাম করন করে কৌশলে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
এলাকাবাসী জানান,গিলার টেকের মজিবুর রহমান,জৈনা,কামাল,আলমাছ এই কোম্পানির ভয়ে তাদের জমি কমদামে বিক্রি করে অন্যত্র চলে যায় ।
ভুক্তভোগী রমজান আলী বলেন,দীর্ঘ ২৫ বছর যাবৎ আমরা এই এলাকায় বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করেই নীর নামক কোম্পানি এলাকায় এসে কিছু জমি কিনে শতশত বিঘা জমি দখলের চেষ্টা করছেন। তিনি আরো বলেন,আমার স্ত্রীর জমি তারা দখল করে নিতে চাচ্ছে,আমি বাধা দিলে ভয়ভীতি প্রদর্শন করেন। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন,কোম্পানির অবৈধভাবে দখল বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী ও গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছি ।
স্মার্ট এগ্রো ( সাবেক নীড় কোম্পানি) এর ম্যানেজার মো. শহীদ মিয়া বলেন,আমরা আমাদের জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করতেছি। যদি কারো জমি ভিতরে থাকে কথা বলে টাকা দিয়ে সমাধান করছি।
এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন মোল্লা বলেন, নীড় নামক কোম্পানি এখন স্মার্ট এগ্রো হয়ে গেলো কি করে? ইকবাল আরও বলেন সরকারি খাল ঘেঁষে বাউন্ডারি ওয়াল করছে । এটা আগামী প্রজন্মের জন্য একটা বড় হুমকি স্বরুপ। এলাকায় অল্প অল্প জমি কিনে পুরো এলাকা বাউন্ডারি নির্মাণ করচে তারা। সাধারণ মানুষকে জিম্মি করে উনারা ভিতর থেকে জমি নিবে। কর্তৃপক্ষের কাছে আমার একটাই দাবি মানুষের জমি ভিতরে রেখে জোর করে বাউন্ডারি না করার।
এদিকে এ বিষয়ে জানতে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন,আমি অভিযোগ পেয়ে এসিল্যান্ডকে দিয়েছি ব্যাবস্থা নিবে।