আজ ৮ মে পীরগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ ফারহানা আফরোজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র আবু সালেহ্ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম। সভাপতি উপজেলা আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত) অধ্যাপক নুরুল আমীন রাজা, কৃষি কর্মকর্তা কৃষি বিদ সাদেকুজ্জামান সরকার, সিনিয়ার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, সাব- রেজিষ্ট্রার খালেদা সুলতানা, শিক্ষা কর্মকর্তা রফিক-উজ-জামান, প্রমুখপীরগঞ্জে বিশ্ব মা দিবস পালিত ।