Khoborerchokh logo

গাইবান্ধায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ৩দফা দাবিতে মানববন্ধন 116 0

Khoborerchokh logo

গাইবান্ধায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ৩দফা দাবিতে মানববন্ধন

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 
পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে রোববার গাইবান্ধা ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মানববন্ধন কমসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বাকসিস জেলা কমিটির নেয়ামুল হাসান পামেল, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর মো: জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মাহফুজ আলম প্রমুখ। মানববন্ধন শেষে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করেন।

বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি জানান। সেইসাথে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধা (রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করারও দাবি জানান। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার কথাও জানান বক্তারা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com