বর্তমান শাসকগোষ্ঠীর দমন-পীড়নে গণতান্ত্রিক অধিকার ক্ষতবিক্ষত: ফখরুল
ক্ষমতাসীন শাসকগোষ্ঠী আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে দেশে গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষতবিক্ষত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আইনের শাসন না থাকায় এখন ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়- এমন নির্দোষ মানুষকেও অপরাধী বানিয়ে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার করে কারান্তরীণ করা হচ্ছে, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এ বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়।
এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,বর্তমানে চাল, ডাল, লবণ,চিনি, তেল,মাছ-মাংস, মুরগি,ডিম এমনকি কাঁচামরিচসহ সব নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। টিসিবির পণ্য কিনতেও রীতিমতো যুদ্ধ করছেন মানুষ। চাল না পেয়ে ট্রাকের নিচে পড়ে থাকা চাল কুড়িয়ে মানুষ ক্ষুধা নিবারণ করছেন। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিয়ে ব্যর্থ এ সরকার বিরোধী দল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ন্ত্রণ ও দমনে ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। তিনি বলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রিয়াজ সিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ অন্যান্য নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো সেটিরই নির্লজ্জ বহিঃপ্রকাশ। বিএনপি মহাসচিব বলেন,গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত যে, অতীতে কোনো স্বৈরশাসক বিরোধী দলের নেতাকর্মীদের গুম,খুন,গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন দমাতে পারেনি। বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের আন্দোলন দমাতে পারবে না।
জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বলীয়ান হবে। অপহৃত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে জনগণের জীবন-জীবিকা রক্ষা এবং সুশাসন নিশ্চিত করবে। বিবৃতিতে পিরোজপুর জেলা ও উপজেলার গ্রেপ্তার নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।