Khoborerchokh logo

গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির জরুরী সভা অনুষ্ঠিত 220 0

Khoborerchokh logo

গাইবান্ধায় জেলা জাতীয় পার্টির জরুরী সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকেঃ

খবরের সময়,গাইবান্ধা প্রতিনিধি : আসছে  আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির ত্রি বার্ষিকী কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে  জাতীয় পার্টি,  গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক জরুরি সভা আলোচনা  অনুষ্ঠিত হয়েছে। রোববার  দুপুরে (৮ অক্টোবর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আহবায়ক, সাবেক এমপি, আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে,  গাইবান্ধা সদর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব, সরোয়ার হোসেন শাহীন , জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান,  এ্যাড গোলাম শহীদ রনজু, জেলা কমিটির যুগ্ম আহবায়ক, শাজাহান খান আবু, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু,  মাহমুদুর রহমান মুকুল, অধ্যক্ষ কাজী মশিউর রহমান প্রমুখ। নেতারা আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা কাউন্সিল ও সম্মেলন  সফল করতে জেলা  উপজেলা  পর্যায়ে সকলস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com