Khoborerchokh logo

গাজীপুরে নিরাপত্তা কর্মীদের বেঁধে গার্মেন্টসে ডাকাতি,অর্ধকোটি টাকার মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার-৫ 82 0

Khoborerchokh logo

ছবি; অর্ধকোটির মালামাল উদ্ধারসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

:গাজীপুরে একটি শিল্পকারখানার মালামাল ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ। বুধবার ২৩ অক্টোম্বর২০২৪ইং গাজীপুর মহানগরের বাসন ও কোনাবাড়ী এলাকায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়।
এসময় লুন্ঠিত হওয়া ৫০ লক্ষ টাকা মূল্যের ৬টন কাপড় ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতার ডাকাতরা হলেন,টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মোঃ জয়েন উদ্দিনের এর ছেলে আকবর হোসেন(৪২), জামালপুর সদর থানার দিগপাইত সোহরাব হোসেনের ছেলে মোঃ জীবন মিয়া(৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মোঃ রফেতুলা মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৪৫) এবং যশোর জেলার মনিপুর থানার মহাতবনগর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ইসরাফিল হোসেন নয়ন(২৫) এবং যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ রাজিব হোসেন (২৪)। 

বুধবার বিকালে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জিএমপি'র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন। 

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন আরো জানান, গত ১৫ অক্টোবর গাছা থানাধীন ইউরো নিট ওয়্যার লিমিটেড নামক একটি শিল্পকারখানার নিরাপত্তা কর্মীদের হাত-পা-মুখ বেঁধে ৬টন কাপড় ডাকাতি করে গ্রেফতারকৃত ডাকাতরা। পরে ডাকাতির ঘটনায় ওই শিল্পকারখানার ম্যানেজার খান মিরদাদ আলী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন।

 গাছা থানার এসআই ফোরকান মোল্লা জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা ডাকাতির কাপড় কোনাবাড়ী থানাধীন নওছের মার্কেট এলাকার আলী আকবর নামক এক কাপড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পরে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত পাঁচ ডাকাত সহ  লুন্ঠিত ৫০ লক্ষ টাকা মূল্যের কাপড় উদ্ধার করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com