Khoborerchokh logo

সাবেক এমপি রোস্তম আলী মোল্লা আর নেই 141 0

Khoborerchokh logo

সাবেক এমপি রোস্তম আলী মোল্লা আর নেই


আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সাঘাটা - ফুলছড়ির বিএনপির সাবেক এমপি রোস্তম আলী মোল্লা (১০৩)আজ মঙ্গলবার সকাল ৮টায় টি এম এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছন। ( ইন্তেকাল করিয়াছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) দীর্ঘদিন  ধরে তিনি অসুস্থ ছিলেন। বিকাল ৫ টায় বাদ আছর  গোরস্হান জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে  গাইবান্ধা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সস্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাচ ছেলে দুই মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের সাথে সম্পৃক্ত থেকে নিজের একটি অবস্থান করে নিয়েছিলেন তিনি। বর্ণাঢ্য জীবনে তিনি সাঘাটা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে শিক্ষা কতা এলাকার  উন্নয়ন অগ্রযাত্রায় সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জরিত ছিলেন। তিনি দীর্ঘ প্রায় ত্রিশ বছর গত প্রায় দেড় বছর ধরে তিনি নানা রোগে ভুগছে।মরহুমের  মৃত্যুতে এলাকা বাসী গভীর ভাবে শোকাহত। বিভিন্ন জেলা  / উপজেলার শ্রেণি পেশার,এবং এলাকার গর্ণমান‍্য ব‍্যক্তিবর্গ  জানাযায় উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com