Khoborerchokh logo

গাজীপুরের কালিয়াকৈরে ২২কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 170 0

Khoborerchokh logo

গাজীপুরের কালিয়াকৈরে ২২কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

খবরের সময় ডেস্ক:
র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান  করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার হাজী আমজাদ হোসেন মৃধা সুপার মার্কেট এর সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ ইমরান (২৬), পিতা-বাচ্চু সরদার, জেলা-বগুড়া এবং ২) মোঃ ফরিদুল ইসলাম (৪২), পিতা-মৃত মীর বক্স মন্ডল, জেলা-দিনাজপুরদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২২ কেজি গাঁজা,০২ টি মোবাইল ফোন এবং নগদ ৮০০/- টাকা উদ্ধার করা হয়। 
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com