গাইবান্ধায় সাংবাদিকের নামে মামলা প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ 323 0
গাইবান্ধায় সাংবাদিকের নামে মামলা প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ
আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
ধর্ষনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার
জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ
প্রতিনিধি রবিন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে
মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার(৪
নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড
কলেজের সামনে প্রেসক্লাব গাইবান্ধার দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ’র
সঞ্চালনায় সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। কর্মসুচীতে বক্তব্য
রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক
জাভেদ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি
মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান জুয়েল, তথ্য ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম
আশেকী,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম রতন, সময়ের কন্ঠস্বরের
গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ি রিপোর্টাস ক্লাবের সভাপতি
আশরাফুল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবুসহ
অনান্যরা।
মানববন্ধনে
বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দিপক কুমার রায় নামে এক
ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা
মামলা দায়ের করেছেন। মূলত: দিপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ
আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
বক্তরা
আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের কন্ঠরোধ করার জন্য এক পক্ষ
প্রতিনিয়ত মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু ওই অপরাধী ব্যক্তিরা জানে না,
মামলা দিয়ে হয়রানী করে সাংবাদিকদের কন্ঠরোধ করা যায় না। শত বাধা ও বিপত্তি
পেরিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে।মানববন্ধন কর্মসুচী শেষে
সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে সেখানে
কিছুক্ষন রাস্তা অবরোধ করেন।