নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ 74 0
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ
নিজস্ব প্রতিবেদক:
আমাদের এই দেশে নীরব দুর্ভিক্ষ চলমান,এই দায় বিরোধী দলের ওপর দেওয়া দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনটির নেতারা বলেছেন, এরইমধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সীমাহীন মূল্য বৃদ্ধির কারণে জনগণ নাভিশ্বাস অবস্থায় আছে। এসময়ে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম শতাধিক টাকা বেড়ে যাওয়ার কারণে জনগণ আরও দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে।
সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। অথচ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য কোনো কার্যকর উদ্যোগ না নিয়েই আগামীতে দুর্ভিক্ষ হবে বলে জানাচ্ছে। এবং এই দুর্ভিক্ষের দায়দায়িত্ব বিরোধী দলের কাঁধে চাপিয়ে দিয়েছে, যা দুরভিসন্ধিমূলক।
রোববার (১০ ডিসেম্বর)২০২৩ইং সংবাদ মাধ্যমে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামান রতনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এর আগে বিকেলে সিপিবি অফিসে অনুষ্ঠিত ‘বাম গণতান্ত্রিক জোট’ এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসব কথা বলেন নেতারা।
আমদানির ক্ষেত্রে প্রধানত ভারতের ওপর নির্ভরশীল হওয়ায় ভারত যা ইচ্ছা তাই করছে। আমাদেরকেও অতিরিক্ত মূল্যে আমদানি করা পণ্য কিনতে হচ্ছে।
নেতারা আহ্বান জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।