২৭৫ বোতল ফেনসিডিল সহ ১জনকে গ্রেপ্তার বাসন থানা পুলিশ 57 0
২৭৫ বোতল ফেনসিডিল সহ ১জনকে গ্রেপ্তার বাসন থানা পুলিশ
শেখ রাজীব হাসান:
অদ্য ১৩/০৩/২০২৩ ইং মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানাধীন চান্দনা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক রিপন সরকারের ভাড়া দেওয়া টিনশেড হাফবিল্ডিং এ অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৬ ঘটিকায় আসামী ১) মোঃ তৌহিদ (২৯) পিতামৃত -শামসুদ্দিন মাতা- মীনা খাতুন ,সাং- চানপুর, থানা-করিমগঞ্জ জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং- চান্দনা পশ্চিমপাড়া (রিপন সরকারের বাড়ির ভাড়াটিয়া), থানা-বাসন, গাজীপুর মহানগরকে ২৭৫ (দুইশত পঁচাত্তর)বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৬২৪০/- টাকা সহ গ্রেফতার করা হয়।
আসামিকে জিজ্ঞাসাবাদে উক্ত ফেনসিডিল পলাতক আসামী আলম(৪০) ,পিতা- অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত থানা-অজ্ঞাত,জেলা-রংপুর এর নিকট থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে বাসন থানা মামলা নাম্বার ১৫ তারিখ ১৩/৩/২০২৩, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ এর টেবিলের (১৪গ/৪১)দায়ের করা হয়েছে।