১৩ যানবাহন পুড়লো ২৭ঘন্টার অবরোধে 115 0
১৩ যানবাহন পুড়লো ২৭ঘন্টার অবরোধে
বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ইং গত ২৮ অক্টোম্বর বিএনপি‘র মহাসমাবেশের পর থেকে চলমান বিএনপি-জামায়াতের তৃতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিনে সহিংসতাজনিত ১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এছাড়া নিহত হয়েছে ,আহতসহ ভাঙ্গচুর হয়েছে ।এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারন মানুষ । খেটে খাওয়া মানুষের ওপর নেমে এসেছে খড়গ । সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েছে যার ফলে ভোটের পরিবেশ বলতে আর মানসিকতার পারসেন্টেস একেবারেই তলানীতে নেমে এসেছে ।
গত বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক এসব আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত গত ২৭ ঘণ্টায় ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) পাঁচটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি ঘটনা ঘটে।