Khoborerchokh logo

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে গাইবান্ধায় সাংবাদিক সমাবেশ 62 0

Khoborerchokh logo

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে গাইবান্ধায় সাংবাদিক সমাবেশ


তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টানত্মমূলক শাস্তির দাবিতে রোববার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক।


প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজসেবী শাহাদাত হোসেন সুজা, সিনিয়র সাংবাদিক রেজাউন্নবী রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি যায় যায় দিনের প্রতিনিধি শফিউল ইসলাম, কালবেলা প্রতিনিধি নেয়ামুল ইসলাম পামেল, সময়ের আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাভিশন টিভির প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরী প্রমুখ।


বিক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা বাক স্বাধীনতা এবং নিয়ন্ত্রনমুক্ত সাংবাদিকতায় নিবেদিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারে যুক্ত হয়েছেন। সেইসময় একটি দুষ্ট চক্র ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপেস্নক্সে হামলা চালিয়ে ভাংচুর ও কর্তব্যরত সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন। এটি গণমাধ্যমের বিরম্নদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সংবাদকর্মীরা বিষয়টি কোনোভাবেই মেনে না। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টানত্মমূলক শাসিত্মর দাবি জানান তারা।
পরে সমাবেশের সভাপতি কেএম রেজাউল হক মুক্ত চিন্তার ও বাক স্বাধীনতার অধিকার লাভের প্রত্যয় ঘোষণা করে উপস্থিত সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com