আলমগীর কবীর:
শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ইং দিবাগত রাতে ঘন্টাব্যাপী সমসাময়িক বিষয়সহ এলাকার একাধিক বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
গাছা থানা এলাকার একাধিক সমসাময়িক বিষয়ের মধ্যে প্রাধান্য পায় এলাকাভিত্তিক পোশাক শিল্প প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার,,ডিস ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ। মাদকের অবাধ ছড়াছড়ি,মহল্লার অলিতে-গলিতে কিশোর গ্যাং এর অবাধ বিচরণ।
এছাড়াও ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের নিয়ন্ত্রণসহ গত ৫ আগস্ট২০২৪ইং ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামীলীগ সরকার পতনের পর মামলার বাদী কতৃক নাম বাদ (নাম কর্তন) সংক্রান্ত বাণিজ্য ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
উক্ত আলোচনায় গাছা প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইনসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত একঝাঁক চৌকস সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের নানা বিষয়ে প্রশ্নের উত্তরে অফিসার ইনচার্জ হিসেবে সদ্য যোগদানকৃত আলী মোহাম্মদ রাশেদ গাছা থানা জিএমপি বলেন,আপনাদের সঙ্গে পরিচিতির মাধ্যমে আমার মনোবল অনেকাংশেই বেড়েছে। আশা করি আপনাদের সার্বিক সহযোগীতায় আলোচিত সকল সমস্যার সমাধান আইনানুযায়ী হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সকল শ্রেনিপেশার মানুষের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের সেটি যেমন ঠিক,তদ্রুপ সকলের সহযোগিতাও আমাদের কাম্য।
তিনি আরও বলেন,সন্ত্রাস,চাঁদাবাজ,ইফটিজিং যারা করে তাদেরকে আইনের আওতায় আনতে যা করনীয় আমি তাই করবো । রাজনৈতিক কিংবা অন্য কোনো অশুভ প্রভাব খাঁটিয়ে আমার নিকট থেকে কোনো সুবিধা নিতে পারবে না কেউ । সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে পিছপা হবো না । শান্তি শৃঙ্খলা বজায় রাখা,মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান কাজ ।