Khoborerchokh logo

সাঘাটায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই কারবারি আটক 244 0

Khoborerchokh logo

সাঘাটায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই কারবারি আটক

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশনায় সাঘাটা উপজেলাকে মাদক মুক্ত রাখার লক্ষে গত (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার সাঘাটা ইউনিয়ন এর উত্তর সাথালিয়া গ্রামের জনৈক মারুফ সরকার এর লিজ নেওয়া পুকুর পাড়ের ওয়াবদা বাধের উপর হইতে একই গ্রামের মৃত মোহাম্দ আলী ওরফে ( নাদু)'র পুত্র শরিফ মিয়া(২৮), ও শানু বেপারীর পুত্র আজগর আলীকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দেহ তল্লাশী করিয়া ১০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাদের দুজনকে আটক করেছে পুলিশ। 


এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাকিব হোসেন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন-

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন স্যার এর  নির্দেশনায় সাঘাটা উপজেলাকে মাদক মুক্ত রাখার লক্ষ বাস্তবায়নের জন্য আমরা সাঘাটা থানা পুলিশ প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছি। 

আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। 

গ্রেফতারকৃত আসামি দু'জনের বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গাইবান্ধা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com