গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডস্হ পূবাইল ভাদুন এলাকার দিনমজুর করিম আলীর স্ত্রী আনোয়ারা বেগম ও তার ভাই আলমের এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে একই এলাকার শরিফ হোসেনসহ তার সাঙ্গপাঙ্গরা। এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ০৬-/০৩-০৪-২০২২।
মামলা সুত্রে জানা যায়,পূবাইল ভাদুন এলাকার ওমর আলীর ৪ ছেলে মেয়ে শরিফ হোসেন (২৫),মোঃ শফিক (৩০),রফিক (৩৫), নাজমা বেগম (২৮) শফিকের স্ত্রী আছিয়া বেগম (২৭) খুবই খারাপ প্রকৃতির লোক বটে।
জানা গেছে,বাড়ির সামনে বালু রাখাকে কেন্দ্র করে গত ৩১ মার্চ ক্ষিপ্ত হয়ে ভাদুন সাকিনস্থ বসত বাড়ী হতে পশ্চিম পাশের্ব আনোয়ারা কেগমের লিজকৃত ধানী জমিতে শরিফ পূর্ব পরিকল্পিতভাবে দলবল নিয়ে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। আনোয়ারা বেগম গালিগালাজ করতে নিষেধ করলে শরিফ তাকে হত্যার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে আনোয়ারা বেগমের মাথায় স্বজোরে আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ভাবে আঘাত করে মারাত্মক ভাবে আহত করে। একপর্যায়ে রফিক, নাজমা বেগম, শফিকের স্ত্রী আছিয়া বেগম আনোয়ার বেগমের চুলের মুঠি ধরে টানা হেঁচড়া শরীরের বিভিন্নস্থানে লাথি,কিল ঘুষি মারে এবং ঘটনার বিষয় নিয়ে বেশি বারাবাড়ি করলে তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন দেয়। শুধু তাই নয় একই দিনে আনোয়ারা বেগমের ভাই আলমের বাড়িতে ঢুকে টেনে হেঁচড়া কিল,ঘুষি মেরে বাড়ীর সামনে শফির অটোরিকশার নিচে ফেলে হত্যার উদ্দেশ্যে চাঁপা দেয়। এতে করে আলমের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙ্গে যায়। আহত অবস্থায় আনোয়ারা বেগম ও আলমকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা গ্রহন করা হয়। পরে আলমের অবস্থা সংটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে আহত আলম জানান,ভাদুন নাগপাড়া এলাকার ওসমান পাঠানের ছেলে জাকির পাঠানের উপস্থিতিতে আমার উপর হামলা চালায় শফিক।
অভিযোগ পাওয়া গেছে,আসামীদের মামা ভাদুন নাথপাড়া নিবাসী ওসমান পাঠান ও তার ছেলে জাকিরের ছত্রছায়ায় থেকে শরিফ এলাকায় ইয়াবা মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছে দীর্ঘদিন যাবৎ।