ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল 39 0
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল
নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাট থেকে:
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি মশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসিবুল হক সানজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক রিসালাত হোসেন, কে এম সাজিন, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহারাফ ইসলাম ইমন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ইসলামী ছাত্র শিবিরের কর্মী আবুল বাসারসহ অন্যরা।
ভারতের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিস উগ্র ভারতীয়দের হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা শিষ্টাচারসহ মানবাধিকারের চরম লঙ্ঘন করায় তীব্র নিন্দা জানান সংশ্লিষ্টরা।