Khoborerchokh logo

পলাশবাড়ীতে ২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২ 132 0

Khoborerchokh logo

পলাশবাড়ীতে ২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২


তানিন আফরিন:
গত ১৮ ই সেপ্টেম্বর সোমবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার মহেশপুরের ব্রাক মোড়ের এলাকায়  রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে যাত্রীবাহী বাস “সেঞ্চুরী পরিবহন” যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৭৯০৮ গাড়ীটি থামিয়ে চেকিং করাকালে ১। মোঃ লিটন (৩০), ২। সামাউন হক (২৩), এর কাছে থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয় ।

আসামী লিটন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদুড়া কিশমত মরাধর গ্রামের ওদুদ এর ছেলে অূপর দিকে ‍সামাউল একই এলাকার জাহিদুল ইসলামের পুত্র ।আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়েছে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com