Khoborerchokh logo

গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেছে এনজি ও কর্মকর্তার 95 0

Khoborerchokh logo

গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেছে এনজিও কর্মকর্তার

তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টরের চাপায় আব্দুল মান্নান (৪৬) নামে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা অংশুমান কুণ্ডু নামে আরেক ব্যক্তি। সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাবিরাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মান্নান বেসরকারি সংস্থা ‘জাকস’ এর গোবিন্দগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে রাজাবিরাট বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে বালুবোঝাই একটি ট্রাক্টর সামন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে এনজিও কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com