গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাষ্টার নিহত 90 0
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাষ্টার নিহত
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে হাত-পা হারিয়ে নিহত
হয়েছে স্টেশন মাস্টার আব্দুস সোবহান আকন্দ।মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল
১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।স্টেশন মাস্টার
আব্দুস সোবহানের গ্রামের বাড়ি উপজেলার রাখালবুরুজ
ইউনিয়নে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ডিউটি শেষে সান্তাহার
থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধা শহরের বাড়িতে
ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন স্টেশন মাস্টার আব্দুস সোবহান। এসময় ট্রেনে
উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে তার ডান হাত ও ডান পা
কাটা পড়ে।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষনা করেন ।