Khoborerchokh logo

হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করাসহ-৭ দফা দাবিতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র জোটের স্মারকলিপি 117 0

Khoborerchokh logo

হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করাসহ-৭ দফা দাবিতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র জোটের স্মারকলিপি


গাইবান্ধা থেকে,তানিন আফরিন:
গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করাসহ ৭ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট জেলা শাখার উদ্যোগে বুধবার হাসপাতাল তত্ত্বাধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপসি'ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জয়নুল মিয়া, মাসুদ রানা, জোটের জেলা সমন্বয়ক সেলিম হাসান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সমপাদক মৈত্রেয় হাসান জৈয়িতা, ছাত্রফ্রন্টের কলেজ শাখা সভাপতি কলি রানী, সাধারণ সমপাদক কামরম্নল হাসান বসুনিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উলেস্নখিত দাবিগুলো হচ্ছে হাসপাতালে স্বাস'্যসম্মত পরিবেশ নিশ্চিত, হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ, ঔষধ বাণিজ্য বন্ধ, পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত, হাসপাতালে খাবারের মান উন্নত, নিয়মিত অপারেশন থিয়েটার চালু, ইসিজিসহ সকল পরীক্ষা সচল রাখা ও সিন্ডিকেট দালাল মুক্ত হাসপাতাল চাই।

উলেস্নখ্য,গাইবান্ধা জেলার সর্বোচ্চ চিকিৎসালয় গাইবান্ধা জেনারেল হাসপাতাল। এখানে প্রায় ২৯ লক্ষ লোকের বাস। বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। এতগুলো মানুষের বিপরীতে মাত্র ২৫০ শয্যার হাসপাতাল, ডাক্তার মাত্র প্রায় ১৬ জন। পুরো হাসপাতাল অনিয়ম-দূর্নীতিতে ছেয়ে গেছে। এই হাসপাতালে দেখা যায় রোগীরা জেলা সদর হাসপাতাল থেকে পর্যাপ্ত চিকিৎসা, ডাক্তার, নার্স ও ঔষধ পায় না। নেই কোন অত্যাধুনিক পরীক্ষা ব্যবস'া। সেজন্য প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করে সার্বক্ষনিক অপারেশন থিয়েটার চালু করে সেবার মান বৃদ্ধি করা জরম্নরী। বর্হি বিভাগে সকল ধরণের ঔষধ প্রদান করা প্রয়োজন। দালালদের হয়রানি বন্ধ করে হাসপাতালে সকল পরীক্ষা চালু করতে হবে। এছাড়া ইউনিয়নে হেল্প সেন্টারে এমবিবিএস ডাক্তার নিয়োগ করে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করে সেবার মান বৃদ্ধি করতে হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com