ছবি: অভিযুক্ত মোশারফ হোসেন
খবরের সময় ডেস্ক:
কালীগঞ্জে কাঁঠাল খায়ানোর প্রলোভনে দেখিয়ে শিশু শিক্ষার্থী ধর্ষণে শিকার হয়েছে,থানায় মামলা দাযের করা হয়েছে।
কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে কাঁঠাল খায়ানোর প্রলোভন দেখিয়ে খেলার মাঠ থেকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোশাররফ হোসেন নামের এক যুবক।
পরে সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লম্পট মোশাররফকে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এ ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে সোমবার কালীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
নানার বাড়ি বেড়াতে এসে শিশু শিক্ষার্থী ধর্ষণে শিকার হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোশাররফ হোসেন (৪০)কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানাযায়, কোমলমতি ওই শিশু শিক্ষার্থী (৬) তার বাবা-মাযের সাথে নানার বাড়ি বড়গাও হষরত আলী বাড়িতে বেড়াতে যায় ।
রোববর বিকালে অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলতে সে মাঠে যায়। পরে একই গ্রামের রহিমউদ্দিনের ছেলে লম্পট মোশাররফ কাঁঠাল খায়ানোর প্রলোভন দেখিয়ে সুকৌশলে ওই শিশু মেয়েকে বাড়ির পাশে নিরব স্থানে (কাঁঠাল বাগানর) নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশু শিক্ষার্থীর গায়ে ধুলাবালি মাখা অবস্থায় কান্না কাটি করতে করতে নানার বাড়িতে গিয়ে তার মাকেসহ মামা বাড়ির লোকজনদের ঘটনার কথা বলে এবং ব্যাথায় অস্তিত্ব হয়ে মেয়েটি অঝোরে কাদতে থাকে। পরে তাকে রক্তাক্ত জখম ও আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরে ভিক্টিমের পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে অবগত করে।
পরে থানার উপ-পরিদর্শক মো,আজিজুর রহমান ও আব্দুল হালিম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত রাত বড়গাও এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে অভিযুক্ত লম্পট মোশাররফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে রোববার আনিমানিক পৌনে ৫টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাও গ্রামে রহিমউদ্দিনের কাঠাল বাগানে।
এবিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মারুফ হোসেন যুগান্তরকে বলেন-সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ঐ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোশাররফকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।