র্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর খিলক্ষেত থানাধীন চার প্রতিষ্ঠানের মালিককে জরিমানা 202 0
র্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর খিলক্ষেত থানাধীন চার প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
ডিএমপি,ঢাকার বেশ কিছু ফেক্টরী ওজনে কম দেয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য,জুস তৈরী করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।
১৯ ডিসেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক ৯.৩০ ঘটিকা হতে ১ঘটিকা পর্যন্ত র্যাব-১, উত্তরা,ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপির খিলক্ষেত থানাধীন মা বেকারী এন্ড কনফেনশনারী, টাঙ্গাইল সুইট্স, সোহাগ বেকারী এন্ড কনফেকশনারী, সুফিয়ান বেকারী এন্ড কনফেকশনারীতে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ এবং বিএসটিআই এর নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১),ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ও ৩১ ধারা মোতাবেক ১) মা বেকারী এন্ড কনফেনশনারী এর দোষী ব্যক্তি মোঃ শরিফুল ইসলাম (৩৫),থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ৮০,০০০/- টাকা, ২) টাঙ্গাইল সুইট্স এর দোষী ব্যক্তি শ্রী নিখিল সরকার (৫৫),থানা-খিলক্ষেত,ডিএমপি, ঢাকা’কে ১,০০,০০০/- টাকা, ৩) সোহাগ বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ কুতুব উদ্দিন (৩২), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ২০,০০০/- টাকা এবং ৪) সুফিয়ান বেকারী এন্ড কনফেনশনারী এর দোষী ব্যক্তি মোঃ নান্নু মিয়া (৪৮), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ৪৫,০০০/- টাকা সহ সর্বমোট ২,৪৫,০০০/- টাকা জরিমানা করা হয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।