Khoborerchokh logo

নির্বাচিত হয়েও শপথ নিতে পারছেন না নির্বাচিতরা 98 0

Khoborerchokh logo

নির্বাচিত হয়েও শপথ নিতে পারছেন না নির্বাচিতরা

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গেল বছরের ১১ নভেম্বর। ওই নির্বাচনে  নির্বাচিত হয়েও শপথ নিতে পারছেন না চেয়ারম্যান-মেম্বাররা। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আটিয়া ইউনিয়নের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ৭টি ইউয়িনের নির্বাচন সম্পন্ন হয় ১১ নভেম্বর। ডুবাইল ইউনিয়ন ছাড়া বাকী ৬টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা গত ২৩ ডিসেম্বর শপথ নিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন। ডুবাইল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৯দিন পর ২০ নভেম্বর ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ডুবাইল সেহরাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদে তালগাছ প্রতিকে সিল মারা ৫২৮ টি ব্যালট পেপার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন সংরক্ষিত নারী প্রার্থী বিউটি আক্তার। তিনি ২৭০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ওই সময় ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যপকভাবে প্রচারিত হয়। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তাকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটি প্রধান ১ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসে এসে গণমাধ্যমকর্মী সহ ভোট গ্রহণ সংশ্লিষ্ট সকলের স্বাক্ষাতকার গ্রহণ করেন। স্বাক্ষাতকার শেষে ৫২৮ ব্যলট পেপার জব্দ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করে জমা রেখে যান। যার নম্বর ২৪, তারিখ ০১/১২/২০২১ ইং। এর আগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান ডুবাইল এলাকা থেকে সীল মারা ৫২৮টি ব্যালট উদ্ধার করেন।এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ডুবাইল ইউনিয়নের কেন্দ্রের ছাদে সিলমারা ব্যলট পেপার পরিত্যক্ত অবস্থায় পাওয়ার ঘটনার তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হয়ে নিঃস্পত্তি না হওয়া পর্যন্ত সাবেক চেয়ারম্যান মেম্বাররাই দায়িত্ব পালন করে যাবেন। বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত ১১ নভেম্বরে নির্বাচিতরা দায়িত্ব পালন করতে পারবেন না।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com