Khoborerchokh logo

গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যানের চাপায় প্রান হারালো আইনজীবির সহকারী 151 0

Khoborerchokh logo

গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যানের চাপায় প্রান হারালো আইনজীবির সহকারী

আলমগীর কবীর:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জালাল শপিং সেন্টারের সামনে কাভার্ড ভ্যান চাপায় মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক আইনজীবির সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।জানা যায় তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রশিদপুর গ্রামের মো. রমজান মল্লিকের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানায়,শিক্ষিকা আসমা সিদ্দিকাকে শিক্ষিকা চাচাতো বোনকে নিয়ে ইকবাল হোসেন তার মোটর সাইকেল যোগে সিরাজগঞ্জ থেকে ভারতীয় হাই কমিশনে যাওয়ার পথে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার জালাল শপিং সেন্টারের সামনে এসে পৌঁছলে পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় এলাকার লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় ইকবাল হোসেন ও আসমা সিদ্দিকাকে স্থানীয় তায়রুন নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেন কে মৃত ঘোষণা করেন। আসমা সিদ্দিকা চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে গাছা থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের বসুন্ধরাকে বলেন, চালকসহ কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com