পীরগঞ্জে মাদ্রসার প্রভাষক সুলতান মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 145 0
পীরগঞ্জে মাদ্রসার প্রভাষক সুলতান মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
মোস্তফা মিয়া,পীরগঞ্জ ( রংপুর ) সংবাদদাতাঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ফাযিল মাদ্রারাসার প্রভাষক সুলতান মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। মাদ্রারাসার জমি লিজ দেয়াকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী গতকাল সন্ধ্যা ৬ টার সময় হামলা চালিয়ে তাকে গুরতর আহত করে।
মাদ্রারাসার অধ্যক্ষ এক লিখিত অভিযোগে জানান,গতকাল মঙ্গলবার ঐ মাদ্রারাসায় প্রকাশ্য ডাকে জমি লিজ দেয়া হচ্ছিল। একবারপুর মৌজার একটি জমি প্রকাশ্য ডাকের মাধ্যমে ঐ গ্রামের মৃত্যু আব্দুল খালেকের পুত্র আব্দুল মতিন কে রশিদ মুলে ১ বছরের জন্য লিজ দেয়া হয়। ঐ জমি আজকেই বুঝিয়া দিতে মাদৃরাসা কর্তৃপক্ষের নিকট দাবি জানাইলে,মাদ্রারাসায় ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও লিজ কমিটির সদস্য সুলতান মাহমুদ বলেন আগামী কাল আপনাকে জমি বুঝিয়া দেয়া হবে। এই কাথায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সন্ধ্যা ৬ টা নাগাত শিক্ষক সুলতান মাহমুদ মাদৃরাসার উত্তর হেইট দিয়ে বাড়ি যাওয়ার পথে জমি লিজ গ্রহীতা আঃ মতিন, তার ভাই, সিদ্দিক ও ভ্যাগনা মিন্টু সহ ৫/৬ জন সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরতর আহত করে। তারই প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১ টায় মাদারগঞ্জ বন্দরে রাস্তার দু ধারে মাদৃরাসা গভনিং বডির সদস্য, শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা হামলাকারীর কঠিন শাস্তির দাবিতে এক মানববন্ধন পালন করে। এতে বক্তব্য দেন,মাদৃরাসার অধ্যক্ষ আবু বকর মন্ডল,উপাধক্ষ্য মওলানা মোস্তফা আল আমিন,প্রভাষক মাওঃ ইদ্রিস আলী,মাদারগঞ্জ কলেজের অধ্যক্ষ,শহিদুল ইসলাম,মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ তাজুল ইসলাম শামীম,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন চৌধুরী ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমূখ।