Khoborerchokh logo

গাজাসহ ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ, 156 0

Khoborerchokh logo

গাজাসহ ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ

  
মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
গাইবান্ধা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নির্দেশনায় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে 
এসআই  মোঃ আব্দুল গোফাফার, এএসআই মোঃ সাহেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ০৭নং ইদিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত একবারপুর মৌজাস্থ সজিব ইট ভাটার পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অদ্য ০৩/০৩/২০২৪ ইং বিকাল ১৬:৩৫ ঘটিকায় সৈয়দপুর  টু  সিরাজগঞ্জ গামী  সোনার মদিনা পরিবহন   যাত্রীবাহী বাস যাহার রেজিঃ সিরাজগঞ্জ  (মেট্রো ব) ১১-০০৪৯  তল্লাশি কালে অভিনব কায়দায় শরীরের   কোমরে পেচানো ও বিশেষ কায়দায়  লুকায়িত২'৫( আড়াই) কেজি শুকনা গাঁজা যাহার অনুমান মুল্য-৬৫,০০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ ওমর ফারুক (৩০), পিতা- আফজাল হোসেন  সাং-সরকার টারী থানা-নাগেশ্বরী , জেলা-কুড়িগ্রাম   আটক করেন ।  জানা যায় তার নামে একাধিক মাদক মামলা আছে।
পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com