Khoborerchokh logo

পীরগঞ্জে নকল ডলারসহ গ্রেফতার-৩ 65 0

Khoborerchokh logo

পীরগঞ্জে নকল ডলারসহ গ্রেফতার-৩

মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:

পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে নকল ডলার পার্টির তিন সদস্যকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন | জানা যায়  গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বড়জামালপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মঞ্জু মিয়া ( ৬০ ) এবং তার কন্যা মুন্নি আক্তার এবং রংপুর পীরগঞ্জ উপজেলার বাজে শিবপুর গ্রামের আব্দুল সাত্তারের কন্যা শোভা খাতুন দীর্ঘদিন থেকে নকল ডলার কারবারির সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়। পুলিশ জানায় বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার  মাইখা গ্রামের বজলুর রহমানের পুত্র রবিউল আলমের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন | প্রেমের জের ধরে রবিউল আলমকে ডলার বিক্রয়ের প্রলোভন দেখিয়ে মুন্নী সহ পীরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আব্দুল সাত্তারের কন্যা শোভা খাতুন এর বাড়িতে নিয়ে আসেন | ইতিপূর্বেও বাবা ও মেয়ে দাদা নাতনি সেজে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানা যায় |  উক্ত মহিলাদ্বয় প্রেমের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে আসল ডলার দেখিয়ে নকল ডলার সরবরাহ করত |


আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার সময় বাজে শিবপুর গ্রামে উক্ত কার্যক্রম পরিচালনা করার সময় এলাকাবাসি তাদেরকে আটকে পুলিশে খবর দেয় | খবর পেয়ে ওসি ( অপারেশন ) মোস্তফা কামাল এরনেতৃত্বে এস আই কাইয়ুম , এএসআই রানা মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে বাজে শিবপুর গ্রামের মৃত সাহেব আলীর পুত্র শহিদুলের বাড়ি থেকে এইচক্রকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে | পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে |


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com