সাবেক প্রধানমন্ত্রীকে প্রধান আসামী করে আদালতে অপহরণ মামলা দায়ের 54 0
সাবেক প্রধানমন্ত্রীকে প্রধান আসামী করে আদালতে অপহরণ মামলা দায়ের
সুপ্রিম কোর্টের এক সুনামধন্য আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে অপহরণ মামলার আবেদন করা হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী, পুলিশ, র্যাবের কর্মকর্তা ও অজ্ঞাতনামাসহ ২৬ জনকে আসমি করার আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট)২০২৪ইং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যকে আসামি করা হয়েছে।
এদিকেব গুলিতে মুদি দোকানদার নিহতের ঘটনায় সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করে হত্যা মামলার অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ আদেশ দেন। এর আগে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।
আবেদনে মামলার অন্য পাঁচ আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ ও ডিএমপির সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।