Khoborerchokh logo

কুমিল্লায় স্বাস্থ্যবিধি না মানায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা,জরিমানা সাড়ে ৪ লাখ 260 0

Khoborerchokh logo

কুমিল্লায় স্বাস্থ্যবিধি না মানায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা,জরিমানা সাড়ে ৪ লাখ

:বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কুমিল্লায় লাইসেন্স না থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় উভয় প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাইয়ুম এবং ডা. মেহেদী হাসান।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় নগরীর রেসকোর্স এলাকার কিউর ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারের কোনো অনুমোদন পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এছাড়াও পুলিশ লাইন্স এলাকার বসুন্ধরা ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারের লাইসেন্স নবায়ন নেই। সেখানো কোনো মেডিকেল অফিসার বা চিকিৎসক পাওয়া যায়নি। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ২ লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ অভিযান নিয়মিত চালানো হবে। স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালগুলোকে অবশ্যই চলতে হবে। কোনো ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা নেব। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com