কাজী আ:মান্নান:
সোমবার দিনব্যাপি গাজীপুরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ আরো ০৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন ও ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
এ উপলক্ষ্যে নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ শাখাওয়াত খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ্ মন্ডল, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ খালিদ হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, গাজীপুর মহানগর ৩০ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর ৩০ ওয়ার্ডের আওয়ামীগের আহবায়রক মো: জান্নাতুর রহমান জান্নাত, সদস্য সচিব বাবু কৃষ্ণ চন্দ্র দাস, নীলের পাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মো: নাসির উদ্দিন মোল্যা প্রমুখ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান বাবু, সাধারন সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা ও গবেষণার প্রসার, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও বিজ্ঞানাগারের মূল্যবান সামগ্রী অনুদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা বিশেষ ভূমিকা পালন করবে।
মন্ত্রী আরোও বলেন-শিশুরা আলোকিত মানুষ হবে এবং সত্য সুন্দর কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে এরূপ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সার্বিক ও সর্বোত্তম বিকাশের জন্য আমি সবসময় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছি। এ ছাড়া মন্ত্রী রাহাপাড়া প্রাইমারী স্কুল, সোসাইটি উচ্চ বিদ্যালয়, ভোড়া গিয়াস উদ্দিন স্কুল, জকি স্কুল, ভুরুলিয়া স্কুল, ছোট দেওড়া স্কুল, জোলারপাড় মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।