Khoborerchokh logo

পীরগঞ্জে সরকারি অনুমতি ছাড়াই সুজার কুঠি স্কুলের গাছ কর্তন 122 0

Khoborerchokh logo

পীরগঞ্জে সরকারি অনুমতি ছাড়াই সুজার কুঠি স্কুলের গাছ কর্তন


মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে :
রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন ৬নং টুকুরিয়া ইউনিয়নের সুজার কুঠি উচ্চ বিদ্যালয়ের লক্ষাধীক টাকার গাছ,স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে টেন্ডার ছাড়াই ১৮ মার্চ২০২৪ইং সোমাবার কেটে বিক্রি করা ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে একাধীক সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর   এলাকার মানুষ বিষয়টি নিয়ে  ক্ষুব্ধ হয়েছেন।
সুত্র জানিয়েছে, গাছ বিক্রীর সাথে সরাসরি যুক্ত ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রী বিভূতি ভূষণ চন্দ্র শীল।

এ ব্যাপারে ১৯ মার্চ/২৪খ্রি: মঙ্গলবার ফোনে তাঁর সাথে  কথা বললে, তিনি প্রশাসনের অনুমতি ও টেন্ডার ছাড়াই গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন। সেই সাথে তিনি  এও বলেছেন, গাছ বিক্রির সাথে তিনি সরাসরি জড়িত নন, তার নিকট নাম জানতে চাইলে সে বলেন, গাছ গুলো কেটে নিয়ে গেছেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।
এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তার  প্রতি অনুরোধ জানিয়েছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com