সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর পুরস্কার পাচ্ছেন কুষ্টিয়ার মডার্ন প্লাইউড লি: 137 0
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর পুরস্কার পাচ্ছেন কুষ্টিয়ার মডার্ন প্লাইউড লি:
এসএম জামাল:
সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছেন কুষ্টিয়ার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড।
সম্প্রতিকালে এনবিআর এর দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) মো. ফয়সাল বিন রহমানের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই ধারাবহিকতায় ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ১২৯ প্রতিষ্ঠানকে।
যশোর ভ্যাট কমিশনারেটের অধীন থেকে শীঘ্রই কুষ্টিয়া জেলার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আকরাম হোসেন বাবু সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করবেন।