Khoborerchokh logo

গাজীপুরে সার্ভেয়ারদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে দুইদিনব্যাপি পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট 116 0

Khoborerchokh logo

গাজীপুরে সার্ভেয়ারদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে দুইদিনব্যাপি পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

আলমগীর কবীর:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে সোমবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে তিনদিনব্যাপি পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী সার্ভে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ গাজীপুর জেলা শাখা এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আয়োজন করে।  এ সময় ঐ সংগঠনের আহ্বায়ক সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম,সদস্য সচিব মো. মিরাজ হোসেন,আল-মেহেদী হাসান,আবুল কালাম আজাদ,মো.অলিউল্লাহ,আব্দুস সাত্তার,রফিকুল ইসলাম,সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম,সাজ্জাদ হোসেন,মামুনুর রশিদ,ফারুক আহমেদ,ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন,সরকারের সকল মন্ত্রণালয়,অধিদপ্তর,পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এই দাবি মেনে নেওয়া না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
১ম দিন সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৪ইং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি শুরু হয়েছে,গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল রাজবাড়ী চত্বরে। আগামীকাল মঙ্গলবার ৮ অক্টোম্বর ২০২৪ ইং ও পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে ।
এ সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com