গাজীপুরে নবগঠিত পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল-সম্পাদক আল আমিন 132 0
গাজীপুরে নবগঠিত পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল-সম্পাদক আল আমিন
শেখ রাজীব হাসান:
গাজীপুর মহানগরী ও পূবাইল মেট্রোপলিটন থানার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয় পূবাইল সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি এবং দৈনিক সোনালী খবর এর পূবাইল প্রতিনিধি আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নঅগরীর পূবাইল থানাধীন মীরের বাজার ফৌজিয়া সরকার কমার্শিয়াল কমপ্লেক্স এর তৃতীয় তলায় নিজ অফিস প্রাঙ্গনে ক্লাবের সকল সদস্য ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক জবাবদিহির সোহেল রানা, সহ-সভাপতি এশিয়ান টিভির পূবাইল প্রতিনিধি টিটন কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক আনন্দ টিভির টঙ্গী প্রতিনিধি শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সন্ধ্যা বাণী ও যুগ যুগান্তরের শাহিন সরকার,সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের ছবির আবু সাঈদ চৌধুরী, কোষাধ্যক্ষ দৈনিক আজকের বসুন্ধরার এইচ এম নুরুল হক বাবু দপ্তর সম্পাদক ঢাকা রিপোর্টাস ২৪ এর সৌরভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশজগতের তুষার সোহাগ,মহিলা সম্পাদিকা দৈনিক আমাদের সংবাদের কবিতা ইসলাম।
কার্যনির্বাহী সদস্য দৈনিক নওরোজ ও ঢাকা প্রকাশ এর আবু সাঈদ, দৈনিক নাগরিক ভাবনার হাফিজুল ইসলাম, দৈনিক মাতৃ জগতের রাকিবুল ইসলাম। সাধারণ সদস্যরা হলেন সাপ্তাহিক এশিয়া বার্তা এর ইসরাফিল হোসেন রানা, মুক্তির চেতনায় বাংলাদেশ বাচ্চু তালুকদার, বাংলা খবরের সোহেল রানা। কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠানে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।