Khoborerchokh logo

গাজীপুরে নতুন বছরের শুভেচ্ছা জানাতে জাহাঙ্গীরের বাড়ীতে সমর্থকদের জনস্রোত 264 0

Khoborerchokh logo

গাজীপুরে নতুন বছরের শুভেচ্ছা জানাতে জাহাঙ্গীরের বাড়ীতে সমর্থকদের জনস্রোত

 খবরের সময় ডেস্ক: 

সোমবার ১ জানুয়ারী২০২৪ ইং বিকাল থেকেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মীর ভীড়। এ যেনো হ্যামিলিয়নের বাঁশিওয়ালা।

আগামী ৭ জানুয়ারী ২০২৪ ইং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনের ট্রাক প্রতিকের সমর্থকরা দলেদলে জাহাঙ্গীরের হারিকেনস্থ বাসভবনে আসতে থাকেন। এই পরিস্থিতি চলতে থাকে রাতভর। নতুন বছরের নতুন নতুন অঙ্গীকার নিয়ে ৭ জানুয়ারীর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয় নিশ্চিত করার লক্ষে রাতদিন ২৪ ঘন্টায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই নেতা। 


সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত সমর্থকদের বলেন,আপনারা জানেন,গাজীপুরের উন্নয়নের চিত্র। কোন এলাকায় কি কি উন্নয়ন হয়েছে সেটা আপানারাও জানেন আমিও জানি। সত্যিকারে উন্নয়ন চাইলে পরিবর্তনের প্রয়োজন আছে। যারা দীর্ঘ ১৫ বছর ধরে শাসন এবং শোষণ করে আসছে। তারা চাইলে অনেক উন্নয়ন করতে পারতো কিন্তু করেন নাই। তারা শুধু শাসন শোষণ করতে পারেন আর মানুষকে মিথ্যা আশ্বাস দিতে পারেন। উন্নয়নের নামে,মাদক ব্যবসা,দখল বানিজ্য,সন্ত্রাসী কর্মকান্ড এবং ভাই ভাইয়ের মাঝে ঝগড়া লাগানোর কাজটা সুন্দরভাবে করেছেন।

গত ১৫ বছর শুধু এগুলোই করেছেন। আগামীতে স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জয় মানেই গাজীপুরের উন্নয়ন স্বচক্ষেে দেখবেন আপনারা। 




সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com