নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগস্ট ২০২৪ইং এর আগে আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ,তার স্ত্রী,শ্বশুরসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জিজ্ঞাসাবাদের জন্য হারুনের পরিবারের ১২জনকে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর)২০২৪ইং দুদক থেকে তাদের ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে।
দুদকের পাঠানো তলবি নোটিশে আগামী ৩১ অক্টোবর২০২৪ইং হারুন অর রশীদ,তার স্ত্রী শিরিন আক্তার,মা জহুরা খাতুন এবং ভাই এ বি এম শাহরিয়ারকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
এছাড়া শ্বশুর মো. সোলায়মান, দুই চাচা ফরিদ উদ্দিন আহমেদ ও মতিউর রহমান, হারুন অর রশীদের মামা মো. সুমরাজ মিয়া, খালা মোছা. মিনারা বেগম, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, চাচাতো ভাই আল রাসেল ও ব্যবসায়িক অংশীদার রাকিব উদ্দিন দেওয়ান রতনকে আগামী ৩ নভেম্বর২০২৪ইং তারিখে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
দুদকের পাঠানো নোটিশে বলা হয়, সাবেক ডিবির প্রধানসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।