Khoborerchokh logo

গাজীপুরে ডাকাত চক্রের ৭ জন সক্রিয় সদস্য গ্রেফতার 231 0

Khoborerchokh logo

গাজীপুরে ডাকাত চক্রের ৭ জন সক্রিয় সদস্য গ্রেফতার

শেখ রাজীব হাসান :
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ৩ই আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন মাছিমপুর কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তার উপর, ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের সক্রিয় ৭জন সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের ০৭ (সাত) সদস্যরা হলেন, ১।মোঃ জাহিদ মিয়া (১৯), ২। মোঃ হৃদয় (২২), ৩। মোঃ সোহেল খান (২৫), ৪। মোঃ সোহাগ মিয়া (২২), ৫। মোঃ ইসমাইল (৩০), ৬। মোঃ ফরহাদ হোসেন (২৬) ও ৭। মেহেদী হাসান (১৯)। 

আটককৃত ডাকাতদের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৫ (পাঁচ) টি চাকু এবং ০২ (দুই) টি চাপাতি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, আসামীরা দীর্ঘদিন যাবত টঙ্গী ও আশপাশের এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। 
এবিষয়ে নিয়মিত আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু করে ডাকাত চক্রের সদস্যদের জেল হাজতে পাঠানো হয়েছে। (মামলা নাম্বার ৭,তারিখ-০৩/০৮/২০২৩ইং


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com