Khoborerchokh logo

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু 46 0

Khoborerchokh logo

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজার সংলগ্ন উত্তর রসুলপুর গ্রামে বৃহস্পতিবার সকালে অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিধান চন্দ্র (৩৪) ও স্ত্রী কমলী রাণী (২৯)। 

জানা গেছে, সকালে বিধান চন্দ্র দাস অটোরিকশা চার্জ দেয়ার জন্য সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত: হঠাৎ করে তারে হাত লেগে বিধান চন্দ্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় তার স্ত্রী কমলী রাণী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনে মারা যান। এ ব্যাপারে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র ও তার স্ত্রী কমলী রাণীর মৃত্যুর বিষয়টি করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com