Khoborerchokh logo

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকি অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাকে লাঞ্চিত 315 0

Khoborerchokh logo

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকি অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাকে লাঞ্চিত

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকির অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাদেরকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজারস্থ আলোচিত লবঙ্গ রেস্টুরেন্টের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদানসহ নানাবিধ অসঙ্গতির অভিযোগ রাধুনি ও লবঙ্গ নামের  রেস্টুরেন্ট মালিক হাবিবুর রহমান হাবিব এর বিরুদ্ধে। বেপরোয়া মনোভাব ও স্থানীয়সহ জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের পরিচয় ব্যবহার করে এহেন ধৃষ্টতা দেখান বলেও অভিযোগ পাওয়া যায়।এতে করে সরকার বাহাদুরের রাজস্ব ফাঁকি এবং অত্র অঞ্চলে ভ্যাট আদায়ের লক্ষমাত্রা অর্জনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
জানা যায়,গাছা থানাধীন বোর্ড বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত লবঙ্গ রেস্টুরেন্টে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনার জন্য ইএফডি মেশিন সরবরাহ করা হয়। কিন্তু রেস্টুরেন্ট মালিক ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে ই এফডি মেশিন অকেজো বলে অযুহাত দেখিয়ে ভ্যাট আদায়ে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)২০২৪ইং গাজীপুর কর অঞ্চল-২ এর দুই কর্মকর্তা ভোক্তা সেজে ঐ রেস্টুরেন্টে গিয়ে ভ্যাট ফাঁকির এ ঘটনা প্রত্যক্ষ করেন। এসময় তারা একটি বিরিয়ানির প্যাকেট ক্রয় করে ইএফডি মেশিনে চালান কাটতে বললে মেশিনটি নষ্ট বলে তাদেরকে জানানো হয়। পরে তারা হাতে লেখা মূসক চালান কাটতে বললে হোটেল ম্যানেজার তাদেরকে জানান এখানে কোন মূসক চালান কাটা হয় না। পরে রাজস্ব কর্মকর্তারা রেস্টুরেন্টের ইএফডি মেশিন চালু দিয়ে সচল দেখতে পান।


এসময় রেস্টুরেন্ট মালিক দুই রাজস্ব কর্মকর্তাকে হোটেলে আটকে রেখে লাঞ্চিত করেন এবং ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন।কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট, গাজীপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লবঙ্গ রেস্টুরেন্ট ২০১৯ সালে চালু হলেও নিয়মিত মূল্য সংযোজন কর ফাঁকি দিয়ে আসছিল। ঐ রেস্টুরেন্টে ভোক্তাদের নিয়মিত ভিড় লক্ষ করা গেলেও গত ২২-২৩ অর্থ বছরে মাত্র ২৩ হাজার টাকা ও চলতি ২৩-২৪ অর্থ বছরে মাত্র ১৭ হাজার টাকার ভ্যাট দিয়েছে।রেস্টুরেন্টটি এর আগে কখনই ভ্যাট দেয়নি। রেস্টুরেন্ট মালিক দৈনিক গড়ে প্রায় সাড়ে চার হাজার টাকার ভ্যাট ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের।


এছাড়া বাড়িভাড়া থেকেও প্রতি মাসে সাড়ে দশ হাজার টাকার ভ্যাট ফাঁকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রেস্টুরেন্ট মালিককে নিয়মিত ভ্যাট আদায়ে তাগাদা দেওয়ার কারণেই রাজস্ব কর্মকর্তাদেরকে পরিকল্পিতভাবে আটকে রেখে লাঞ্চিত করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ছবি ভাইরাল করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, লবঙ্গ রেস্টুরেন্ট মালিক হাবিবুর রহমান ওরফে হাবিব একসময় একটি হোটেলের কর্মচারী ছিলেন। বর্তমানে তিনি দু’টি বিলাসবহুল রেস্টুরেন্ট, দু’টি বাড়ি, গাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তির মালিক।

এব্যাপারে লবঙ্গ রেস্টুরেন্ট মালিক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রতি মাসে নিয়মিত রিটার্ন দাখিল করে আসছি। রাজস্ব কর্মকর্তাদের সাথে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। গাজীপুরের বিভাগীয় কর্মকর্তাআমাদেরকে মিলিয়ে দিয়েছেন এবং আমাকে ভালো মেশিন সরবরাহের আশ্বাস দিয়েছেন। 

এব্যাপারে বক্তব্য জানতে কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট,গাজীপুর বিভাগীয় কর্মকর্তা উত্তম কুমারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com