Khoborerchokh logo

গত২৪ ঘন্টায় ট্রেনসহ আরও ১৮টি যানবাহনে আগুন 122 0

Khoborerchokh logo

গত২৪ ঘন্টায় ট্রেনসহ আরও ১৮টি যানবাহনে আগুন

  :
বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর২০২৩ইং সকাল পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর (হরতালের ২য় দিন) সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা (দুর্বৃত্ত) কর্তৃক ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। ঢাকা সিটিতে তিনটিসহ বিভিন্ন জেলায় নয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেনের (তিন বগি) পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, হরতালে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল করেছে বলেও জানান তিনি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com